ডেস্ক রিপোর্টঃ রাজধানীর মগবাজারের ওয়্যারলেস এলাকায় বাসের ধাক্কায় এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম সাইফুল ইসলাম রানা (৩০)। তিনি ঢাকা কমিউনিটি হাসপাতাল মগবাজারের চাকরি করতেন। শুক্রবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে বাসটিতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ পথচারীরা।
স্থানীয় শিশির খান ও সৈয়দ কবীর উদ্দিন বাংলা গণমাধ্যম ডটকমকে জানান, পালিয়ে যাওয়ার সময় চালক ইমরান সরদারকে (২৫) ধরে স্থানীয় জনতা পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। চালক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার।
রমনা থানার এসআই মহিবুল্লাহ জানান, পথচারীরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে আমি তাদের সহযোগিতায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসি। কর্তব্যরত চিকিৎসক দুপুর ২টা ২০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এসআই মহিবুল্লাহ জানান, সাতক্ষীরাগামী এসপি গোল্ডেন লাইন বাসটি তাকে চাপা দেয়। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের খালা রোকসানা হক লাশ শনাক্ত করেছেন। তার বাড়ি পিরোজপুরের স্বরুপকাঠী উপজেলার শেরেবাংলা বাজার। তিনি শাহজাহান মিয়ার একমাত্র ছেলে। তারা ঢাকার খিলগাঁওয়ের উত্তর গোড়ানে থাকতেন। তারা দুই বোন ও এক ভাই।
রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বাংলা গণমাধ্যম ডটকমকে বলেন, ‘মগবাজারে দুর্ঘটনার পর বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কারা এই বাসটিতে আগুন দিয়েছে, সেটি বলা যাচ্ছে না৷ বিষয়টি তদন্ত করে দেখার পর বলা যাবে।’
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, তারা বাসে আগুন দেয়নি। তারা দাবি করছে, বহিরাগতরা এই ঘটনা ঘটিয়েছে।