খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ নির্বাচনসহ রাজপথের সকল আন্দোলন কর্মসূচিতে জোটের অংশ হিসেবে জামায়াত ইসলামী বিএনপির পাশে থাকবে বলে জানিয়েছেন জামায়াতের নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার।
রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনের সামনে কারাবন্দি দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির পূর্বঘোষিত প্রতীকী অনশন কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াতের নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার বলেন, সাবেক প্রধানমন্ত্রী, খালেদা জিয়াকে কারাগারে রেখে তাকে নির্বাচন থেকে দূরে রাখতে চাচ্ছে সরকার। তাকে কারাগারে রেখে বিভ্রান্তি ছড়াচ্ছেন। এজন্য বিভিন্ন মামলায় জামিন পাওয়ার পরও তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। আমাদের বক্তব্য খুব পরিস্কার, দেশনেত্রীকে কারাগারে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হতে দেবে না জনগণ।’
বিএনপি এই প্রতীকী অনশনের সমর্থন জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, বর্তমান সরকার বিএনপিসহ বিরোধীদলের নেতাকর্মীদের ওপর বর্বর জুলুম করা হচ্ছে। জেলের ভেতর আদালত বসিয়ে খালেদা জিয়ার ওপর নির্যাতন করা হচ্ছে। খালেদা জিয়ার মুক্তিসহ রাজপথে সব আন্দোলন কর্মসূচিতে বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে জামায়াত ইসলামী থাকবে।
জামায়াতের শীর্ষ নেতা অভিযোগ করে বলেন, খালেদা জিয়াকে কারাগারে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে।
প্রতিকী অনশনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দীন আহমদ সহ উপদেষ্টা পরিষদের সদস্য, ভাইস চেয়ারম্যান নির্বাহী কমিটির সদস্যসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।