রাজশাহীর পবা উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত নয়জন।
শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার হরিপুরে এ দুর্ঘটনা ঘটে বলে দামকুড়া থানার ওসি আব্দুল লতিফ জানান।
নিহতরা হলেন- বাস চালকের সহকারী শওকত আলী (৩০) ও সুপারভাইজার আব্দুল হালিম (৪৩)।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বলেন, দেশ ট্রাভেলসের একটি বাস সকালে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
এতে ঘটনাস্থলেই শওকতের এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হালিমের মৃত্যু হয় বলে এ পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ