জাতীয় নির্বাচনের আগে রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের সঙ্গে দেখা করতে চায় ঐক্যফ্রন্ট।আগামী ১৭ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ড. কামাল হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দলের সাক্ষাৎতের সময় চেয়েছেন। গত ১৩ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারের স্বাক্ষরিত চিঠি দিয়েছেন। এখবর নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সদস্য শায়রুল কবির খান।