দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বেসরকারি সংস্থা বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের (বিইআই) আয়োজনে গোলটেবিল আলোচনায় নাও যোগ দিতে পারে বিএনপি। বিএনপি থেকে আসার কথা দলের স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খানের। তিনি জানান, রায়কে কেন্দ্র করে গোলটেবিলে নাও অংশ নিতে পারেন।
বুধবার দুপুর দুইটায় রাজধানীর গুলশানের একটি হোটেলে ওই আলোচনা শুরু হবে।
নাম প্রকাশ না করার শর্তে বিইআইয়ের একজন এই প্রতিবেদককে জানিয়েছেন, আওয়ামী লীগের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ ও সৈয়দ ইজাজ কবির, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা.জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির- সিপিপি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থা (জানিপপ) এর প্রধান ড.নাজমুল আহসান কলিমুল্লাসহ বেশ কয়েকজন তরুণ নেতারা উপস্থিত থাকবেন। সংস্থাটির মহাপরিচালক মোঃ হুমায়ূন কবির গোলটেবিলের সভাপতিত্ব করবেন।