রোহিঙ্গারা যাতে নিরাপদে ফিরতে পারে এবং স্থায়ীভাবে নিজ দেশে থাকতে পারে সেজন্য প্রত্যাবাসন প্রক্রিয়ায় কিছুটা সময় নেয়া হচ্ছে বলে জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
মঙ্গলবার (২৮ আগস্ট) দিবাগত রাতে সঞ্চালনায় ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন রাজকাহনে অংশ নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এসব কথা বলেন।
মিয়ানমারে মানবতার বিরুদ্ধে অপরাধ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, মিয়ানমারে বিভিন্ন অপরাধের যে উপাদানগুলো পাওয়া গেছে তাতে প্রমাণ করে সেখানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। বিভিন্ন সংস্থার প্রতিবেদনে মিয়ানমারে সংঘটিত হত্যাকাণ্ডকে ওয়ার্ল্ড ক্রাইম হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
মিয়ানমারে যে যে অপরাধ সংঘটিত হয়েছে তা যুদ্ধপরাধের সমতুল্য এবং এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত বলেও মন্তব্য করেন শাহরিয়ার আলম। তিনি আরো বলেন, প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করার দ্বারপ্রান্তে আছি, অনেক চেষ্টা করে জাতিসংঘের যে দু’টি সংস্থা বাংলাদেশের সঙ্গে যুক্ত ছিলো তাদের নিয়ে মিয়ানমারকে প্রত্যাবাসন প্রক্রিয়ায় রাজি হতে বাধ্য করা হয়েছে।
এছাড়া মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যার বিষয়টি বিভিন্ন দেশকে আরও জোরালোভাবে জানানোর পরামর্শ দেন তিনি। সূত্র: ডিবিসি নিউজ