ময়মনসিংহে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে “র্যাব সেবা সপ্তাহ” সোমবার (১১ জানুয়ারি) সকালে র্যাব-১৪ কার্যালয়ে প্রতিবন্ধী অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি বাবদ জনপ্রতি তিন হাজার টাকা ও বই বিতরণ করা হয়।
বৃত্তি ও বই বিতরণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহিদ পরিবারবর্গের জন্য রুহের মাগফেরাত কামনা এবং দেশের উন্নয়নের অগ্রগতি, দেশবাসীর কল্যাণসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।