লক্ষ্মীপুর সদরে পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এ তিন শিশু হলো ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে বায়েজিদ (৭), ফিরোজ আলমের ছেলে মোহাম্মদ আলী (৬) ও জাহাঙ্গীরের ছেলে ইয়ামিন (৭)। আলী ও ইয়ামিন মামাত-ফুফাত ভাই।
মোহাম্মদ আলীর চাচা মিজানুর রহমান জানান, বাড়ির একটি পুকুর বালু দিয়ে ভরাট করা হচ্ছে। ওই পুকুর পাড়ে বালুর স্তূপে খেলার সময় এ তিনজন পানিতে পড়ে মারা যায়।
লক্ষ্মীপুর সদর থানার ওসি লোকমান হোসেন তিন শিশুর পানিতে ডুবে মৃত্যুার বিষয়টি নিশ্চিত করেছেন।