গৃহযুদ্ধে বিপর্যস্ত লিবিয়ার রাজধানী ত্রিপলিতে একটি কারাগারে দাঙ্গার ঘটনা ঘটেছে। এতে সেখানে বন্দি থাকা প্রায় ৪’শত আসামী পালিয়ে গেছে বলে কর্তৃপক্ষ দাবি করেছে। তবে আগে থেকেই শহরটিতে জাতিসংঘ সমর্থিত সরকার জরুরি অবস্থা জারি করে রেখেছে। সেখানে বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে একটি ভয়াবহ সংঘর্ষের ঘটনার পরই বন্দিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে দাবি করেছে সংবাদ সংস্থা ‘বিবিসি’।
রোববার পুলিশের বরাতে জানানো হয়, ত্রিপলিতে অবস্থিত আইন জারা কারাগারের পাশে প্রায় ১সপ্তাহ ধরে দুটি বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছিল। তবে বন্দিরা ঠিক কি অপরাধে সেখানে বন্দি ছিল আইন শৃঙ্খলা বাহিনী তা জানাতে পারেনি। নিরাপত্তা প্রহরীরা তাদের পলায়ন ঠেকাতে পারেনি কারণ নিজেরাই প্রাণহানির আশঙ্কায় ছিল বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
বিবিসি তাদের প্রতিবেদনে জানায়, কারাগারে বহু সংখ্যক বন্দি ছিল যাদের দেশটির সাবেক প্রেসিডেন্ট মুয়াম্মার আল-গাদ্দাফির সমর্থক বলে দাবি করা হয়েছে। তাদের ২০১১সালে গাদ্দাফি শাসনামলে আন্দোলনকারীদের ওপর হত্যাকা- চালানোর জন্য আটক রাখা হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে রক্ষীরা জানিয়েছে। ইয়ন নিউজ