পশ্চিমাবিশে^র হুমকি-ধামকি, সমালোচনা উপেক্ষা করেই এমাসের শুরুর দিকে একটি সফল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে নিশ্চিত করেছে ইরান। মঙ্গলবার ইরানিয়ান রেভোলিউশনারি গার্ড কর্পস-আইআরজিসি’র বিমান বাহিনীর কমান্ডার আমির আলি হাজিযাদেহ বলেন, ‘একটি সফল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরান। আর ঘটনাটি খুব সাম্প্রতিক সময়েই ঘটেছে।’ ডয়চে ভেলে
হাজিযাদেহ জানান, ‘ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর জন্য ইরানের অন্য কোনও দেশের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। আর তাই, ইরান প্রতিবছর অন্তত ৪০ থেকে ৫০টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে থাকে। পরীক্ষা আমাদের দেশের সুরক্ষার জন্যই চালানো হয়। আর এটি আমাদের বৈধ অধিকারের অন্তর্ভুক্ত। তাই, ইরান অবশ্যই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাবে এবং এটি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনও প্রশ্নই আসে না। ’
প্রসঙ্গত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত সপ্তাহে ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিষয়ে আলোচনায় বসে। সেখানে তেহরানের সামরিক কার্যক্রমে জন্য যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানানো হয়। আবার, গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ^শক্তিদের সাথে ইরানের পরমাণুচুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয়। এর জেরে, তেহরানের ওপর একাধিক অবরোধও জারি করেছে দেশটি।