দেশ ও জাতির স্বার্থে বিরোধী দলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি।এ কথা জানিয়েছেন পার্টির কো চেয়ারম্যান জিএম কাদের। দলটি একাদশ জাতীয় সংসদে শক্তিশালী বিরোধী দল হিসেবে ভূমিকা রাখতে চায় বলেও জানান তিনি।
জিএম কাদের বলেন,‘আমাদের চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন, তিনি আলাপ আলোচনা করেই এবং নিজের অভিজ্ঞতা বা দেশের স্বার্থের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন।’
তিনি আরো বলেন, ‘তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে, মন্ত্রিপরিষদে আমাদের দল থেকে কেউ অংশগ্রহণ করবে না। এটা করলে জনগণের মধ্যে আমাদের যে বিরোধী দলের ভূমিকা সেটার বিষয়ে সংশয় সৃষ্টি হয়। এছাড়া গ্রহণযোগ্যতা সেরকমভাবে পাওয়া যায় না। আমরা চাই যে জনগণের কাছে গ্রহণযোগ্যভাবে আমরা যেন থাকতে পারি।’ সূত্র:সময় নিউজ