ইতালির উত্তরাঞ্চলে অবস্থিত ক্রেসোনি থিয়েটারে অনুসন্ধানের সময় অপ্রত্যাশিত কোষাগারের সন্ধান পাওয়া গেছে যার মধ্যে রোমান সা¤্রাজ্য যুগের শেষদিকের শত শত স্বর্ণমুদ্রা রয়েছে। বর্তমানে প্রতœতাত্ত্বিকেরা পুরনো থিয়েটার থেকে পাওয়া মুদ্রাগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করছেন।
গত সপ্তাহে মুদ্রাগুলো পাওয়ার পর সাংস্কৃতিক ঐতিহ্য ও কর্মকা- বিষয়ক মন্ত্রণালয় সেগুলোকে মিলানের মিবাক পুনরুদ্ধার গবেষণাগারের কাছে হস্তান্তর করেছে। প্রতœতাত্ত্বিকেরা ও পুনরুদ্ধারকারীরা মুদ্রাগুলো নিয়ে বিভিন্ন পরীক্ষা করবেন। সোমবার সংবাদ সম্মেলনে এগুলো সম্পর্কে বিস্তারিত জানানো হলেও মুদ্রাগুলোর প্রকৃত মূল্য জানায়নি। তবে ইতালীয় গণমাধ্যম বলছে এগুলোর মূল্য কোটি কোটি ডলার। সংস্কৃতি মন্ত্রী আলবার্তো বনিসলি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘আমরা এখনও মুদ্রাগুলোর ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য বিস্তারিতভাবে জানি না। কিন্তু এই অঞ্চল আমাদের প্রতœতত্ত্বের জন্য সত্যিকারের সোনার খনি। এই আবিষ্কারের জন্য আমি গর্বিত।’
উল্লেখ্য, ঐতিহাসিক ক্রেসোনি থিয়েটারটি ১৮০৭ সালে উন্মুক্ত করা হয় এবং ১৯৯৭ সালে সিনেমা হলে রূপান্তরের আগেই বন্ধ হয়ে যায়। এটি নোভাম কোমাম ফোরামের অদূরে অবস্থিত। নোভাম কোমাম ফোরামে অনুসন্ধান চালিয়ে সাংস্কৃতিক ঐতিহ্য ও কর্মকা- বিষয়ক মন্ত্রণালয় রোমান হস্তশিল্পের সন্ধান পেয়েছিল। আর এ বছর রোমান মুদ্রার আবিষ্কার সত্যিই বিস্ময়কর। সিএনএন