শরনখোলা (বাগেরহাট): বাগেরহাটের শরণখোলার খোন্তাকাটা ইউনিয়নের দুটি সড়কের ৬ কিলোমিটার এলাকায় তাল গাছের বীজ রোপণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং মঠেরপাড় মানবসেবা ক্লাবের সহযোগিতায় এ বীজ রোপন শুরু করা হয়।
আনুষ্ঠানিকভাবে বীজ রোপনের কার্যক্রম উদ্বোধন করেন খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন খান মহিউদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুজ্জামান খান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ আ. ছাত্তার আকন, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জানান, জলবায়ু পরিবর্তন জনিত দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে উপজেলা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী এ বছর ৬ কিলোমিটার সড়কের দুই পাশে তাল গাছের বীজ রোপণ করা হবে। সড়ক দুটি হচ্ছে, রাজৈর থেকে আমতলী গ্রাম এবং রাজৈর থেকে মঠেরপাড় হয়ে বানিয়াখালী বাজার পর্যন্ত। উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিন হাজার তালের বীজ সংগ্রহ করে এ কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে আরো বীজ সংগ্রহ করা হবে।