তোমার আগমনে আলোর ঘণ্টা বাজছে দিকে দিকে। কি এক অসহ্য চোখ ধাঁধানো স্নিগ্ধতা তোমার! চারপাশে আলোর নাচন। দিগন্তে তুমি মাটি আর আকাশের পার্থক্য ঘুচিয়েছো। আকাশটা কতো কাছের আজকাল ! উত্তর-দক্ষিণ, যাবতীয় গোলার্ধের হিসেব নিকেশ শেষে যখন তুমি এলে, এদিকে তখন পাতা ঝরার দিন শুরু। হৃদয়ে কেবলি নাই নাই উচাটন।
বর্ষার কান্না ধোয়া গগনশিরিষে ফুল এলো বলে। শিউলি সাজিয়েছে আলোর অর্ঘ্য। চারদিকে সাজসাজ রব, একটু দূরেই কুয়াশা শুভ্র চাদরে শূন্যতার শীত সময়। তাই হৃদয় জুড়ে রিক্ততা, নাই নাই ভাব। তোমার সিগ্ধতায় হেসে ভেসে সুদূরের কথা ভাবতে ভাবতেই……শীত মনে করিয়ে দিলো চির বিচ্ছেদ। এমনই হয় শরৎ । কেনো আসেনা নিশ্চিন্তি? …. মেঘে মেঘে সুদূরে ভেসে যাওয়া ? শুধুই যাওয়া। তোমার কাশ শুভ্রতা দূরের শেষ না হওয়া শীতের বিষন্নতায় কেবলি ডুবিয়ে রাখতে চায়। জগতের সব ডাক তুচ্ছ মনে হয়, শূন্য মনে হয়।