আইন ও আদালত শহিদুলের জামিন শুনানি অাগামী সপ্তাহে By গণমাধ্যম - সেপ্টেম্বর ১৯, ২০১৮ 0 196 Share on Facebook Tweet on Twitter কারাগারে থাকা অালোকচিত্রী শহিদুল অালমের জামিন শুনানি হবে অাগামী সপ্তাহে।বুধবার বিচারপতি মো.রেজাউল হক ও বিচারপতি মো.সাইফুর রহমানের বেঞ্চ অাগামী সপ্তাহ ঠিক করেন।শহিদুলের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।