আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির আহ্বান জানালেন বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ উপস্থাপিকা ও লেখিকা কনি হক। শিক্ষার্থীদের বিক্ষোভ নিয়ে আল জাজিরায় সাক্ষাৎকার দেয়ার পর ৫ আগস্ট তথ্য প্রযুক্তি আইনে গ্রেপ্তার হন শহীদুল আলম। কনি হক বলেন, শহিদুলের গ্রেপ্তার বাংলাদেশকে নিয়ে আমার গর্বে আঘাত হেনেছে।
শুক্রবার লন্ডনে বাংলাদেশ হাই-কমিশনের সামনে বিক্ষোভে অংশ নেন কনি হক। কনি বলেন, ‘বাংলাদেশকে নিয়ে আমি গর্ব করতাম। কিন্ত শহিদুলের গ্রেপ্তার আমাকে হতাশ করেছে। নিজস্ব বিশ্বাসের জন্য কাউকে গ্রেপ্তার করা ভাবা যায় না। মানুষ এখন মনে করে বাংলাদেশে আপত্তিজনক সরকার ক্ষমতায় আছে।’ প্রকাশিত ছোট্ট ভিডিও বার্তায় কনি বলেন, ‘আমি আশা করি তিনি মুক্তি এবং ন্যায়বিচার পাবেন।’
বাংলাদেশি বংশোদ্ভুত ব্রিটিশ এমপি রুপা হকের বোন তিনি। ৯০ এর দশকে বিবিসিতে ‘ব্ল পিটার’ এবং ২০০৪ এর আইটিভিতে ‘দ্য এক্সটা ফ্যাক্টর উপস্থাপনা করে আলোচনায় আসেন কনি হক। এর আগে ব্রিটিশ চলচ্চিত্র নির্মাতা স্টিভ ম্যাককুইন, নৃত্যশিল্পী এবং কোরিয়গ্রাফার আকরাম খান, শিল্পী অ্যান্থনি গ্রোমলি, আনিস কাপুরও শহিদুলের মুক্তির দাবি জানান।