মাকসুদা আলমঃ সিলেট সদর উপজেলায় অবস্থিত হযরত শাহপরান (র:) এর মাজার গেইটের ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের অর্থায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সৌন্দর্য্য বর্ধনের কাজের ফাইলিং শুরু হয়েছে।
রোববার সকালে ফাইলিং কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
এ সময় ফাইলিং কাজ উদ্বোধন কালে আশফাক আহমদ বলেন, মাজার গেইটের সৌন্দর্য বর্ধন কাজে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড অর্থনীতিক ভাবে সহযোগীতা করায় কর্র্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ইঞ্জিনিয়ার সাইফুল আজম, সদর উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক মো. আব্দুল আজিজ, খাদিমপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার আনোয়ার হোসেন আনু, মহিলা মেম্বার সাজেদা বেগম, ইয়াংস্টার ক্লাবের সভাপতি মো. মতিউর রহমান প্রমুখ।