মাকসুদা আলমঃ রাজধানীর শাহবাগে শিক্ষার্থীদের একটি মিছিলে জলকামান ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পুলিশ। ঘটনাস্থল থেকে চারজনকে পুলিশ আটক করেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, সোমবার বিকেলে ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে বের হওয়া একটি মিছিল শাহবাগ মোড়ে পৌঁছানোর আগেই পুলিশের বাধার মুখে পড়ে। ওই সময় জলকামান ব্যবহার করে ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।
চারশত শিক্ষার্থী একটি মিছিল নিয়ে শাহবাগের দিকে এগোতে থাকলে পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। জলকামান দিয়ে পানি ছোড়ে। পরে লাঠিপেটা শুরু করে। পুলিশি বাধার মুখে শিক্ষার্থীরা পিছু হটে যায়।