একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট থ্রিমাইসিলা সিরিসেনা।
মঙ্গলবার বেলা পৌনে ১ টার দিকে তিনি টেলিফোন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্রীলংকার প্রেসিডেন্ট আজ বেলা ১২টা ৪৫ মিনিটে এবং শ্রীলংকার প্রধানমন্ত্রী ১টায় টেলিফোনে জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।