একাত্তরের জননীখ্যাত লেখিকা রমা চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। সোমবার সকালে রমা চৌধুরীর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে শহীদ মিনার প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা শেষে তাঁকে গার্ড অব অনার প্রধান করা হয়।
শহীদ মিনারে শ্রদ্ধা জানান, বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন ও সহসভাপতি আবু সুফিয়ান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির চট্টগ্রামের সাধারণ সম্পাদক অশোক সাহা, লেখিকা রীতা দত্ত, উদীচী চট্টগ্রামের সহসভাপতি চন্দন দাশ, আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিত, রাশেদ হাসান, গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান প্রমুখ।
অর্পণ চরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, কৃষ্ণ কুমারী বালিকা উচ্চবিদ্যালয়, মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ, পাহাড়িকা সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়, সরকারি মুসলিম হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রমা চৌধুরীকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। পরে পুলিশের একটি চৌকস দল গার্ড অনার দেয়। বীরাঙ্গনা রমা চৌধুরী সোমবার ভোর সাড়ে ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।