শেষ হলো মনোনয়নপত্র জমা নেওয়া। বুধবার (২৮ নভেম্বর) বিকাল ৫টায় মনোনয়নপত্র জমা নেওয়া বন্ধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং অফিসার ও ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম এ ঘোষণা দেন।
এ প্রসঙ্গে কে এম আলী আজম বলেন, ‘শান্তিপূর্ণভাবেই মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়েছে। মোট কত মনোনয়নপত্র জমা পড়েছে, পরে হিসাব করে জানানো হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিটার্নিং অফিসার বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। নির্বাচনি আচরণবিধি যথাযথভাবে পালনের জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা আশাবাদী, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।’
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অনেককেই ৫ থেকে ৭ জনের বেশি কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে যেতে দেখা যায়। এটা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন কিনা, এ প্রশ্নের জবাবে কে এম আলী আজম বলেন, ‘আমার দেখামতে, কর্মী-সমর্থকের সংখ্যা ৫ থেকে ৭ জনের মধ্যে সীমাবদ্ধ ছিল। তবে যখন একাধিক প্রার্থী প্রবেশ করেছেন, তখন লোকজন বেশি মনে হয়েছে।’
বিকাল ৫টার মধ্যে যারা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রবেশ করেছেন তাদের মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। বাংলা ট্রিবিউন