সংলাপের উদ্যোগকে বিশ্ব সম্প্রদায় স্বাগত জানিয়েছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শেখ হাসিনা অন্যান্য দলের সঙ্গেও সংলাপে বসতে রাজি আছেন বলেও জানান তিনি।
বুধবার (৩১ অক্টোবর) সচিবালয়ে ফ্রান্স ও জার্মানির রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান ওবায়দুল কাদের।
আদালতের রায়ের সঙ্গে সংলাপকে মিলিয়ে ফেলা উচিত নয় বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সংলাপে সব বিষয় নিয়ে আলোচনা হতে পারে।