গণমাধ্যম ডেস্ক : চলতি দশম জাতীয় সংসদের ২২তমঅধিবেশন বসছে আগামী ৯ সেপ্টেম্বর রোববার বিকেল পাঁচটায়। এটিই চলতি সংসদের সর্বশেষ অধিবেশন হতে পারে। এই অধিবেশনের অব্যবহিত পরে নির্বাচনকালীন সরকার গঠন করা হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। এ অধিবেশনে ডিজিটাল নিরাপত্তা আইন, সড়ক নিরাপত্তা আইনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা রয়েছে।