সচিবালয়ে চার নম্বর ভবনের সপ্তম তলার একটি কক্ষে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে কিছুক্ষণের মধ্যে আইন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের একান্ত সচিব আশাফুর রহমানের কক্ষে ধরা ওই আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
সচিবালয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুজ্জামান বাংলানিউজকে বলেন, ওই কক্ষের বৈদ্যুতিক বোর্ডের ওপরে রাখা একটি ভেজা তোয়ালে থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও সচিবালয়ে কর্মচারীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান তিনি।
– বাংলানিউজ