বিশেষভাবে সজ্জিত একটি নৌকায় চড়ে মধুমতি নদী পার হয়ে নড়াইলে পৌঁছান মাশরাফি বিন মুর্তজা। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে কালনা ঘাট দিয়ে নড়াইলে পৌঁছানোর সময় মাশরাফির হাজারো ভক্ত-সমর্থক তাকে বরণ করে নেন।নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি হিসেবে আজ শনিবার প্রথম নড়াইলে আসেন তিনি। তাই ভক্ত সমর্থকদের মাঝে ছিল ব্যাপক আগ্রহ।নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা ফেরি ঘাট এলাকায় দিয়ে নিজের নির্বাচনীয় এলাকায় প্রবেশ করেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে দলের এ অধিনায়ক। এসময় কালনা ঘাট থেকে নড়াইল পর্যন্ত রাস্তার দু’পাশে হাজার হাজার ভক্ত-সমর্থক দাঁড়িয়ে তাকে স্বাগত জানান।এসময় মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি ও তার দুই সন্তানসহ তার পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন।কালনা ঘাট এলাকায় তাকে স্বাগত জানান জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন, সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার মেয়র বিশ্বাস জাহাঙ্গীর আলম, লোহাগড়া উপজেলা সভাপতি সিকদার আব্দুল হান্নান রুনু, চেয়ারম্যান ফয়জুর আলম লিটু, লোহাগড়া পৌরসভার মেয়র আশরাফুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুজ্জামান মুকুল, সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন প্রমুখ।আজ কুন্দসীর মোড়, এড়েন্দা বাসস্ট্যান্ড, দত্তপাড়া বাসস্ট্যান্ড, নাকসী-মাদরাসা বাজার বাসস্ট্যান্ডে পথসভা এবং নড়াইল শহরের পুরান বাস টার্মিনালের বঙ্গবন্ধু চত্বরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি বক্তব্য রাখবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। সূএ: আরটিভি