বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেছেন, আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর জনসমুদ্র প্রমাণ করে বিএনপি আবার ক্ষমতায় আসবে।
শনিবার রাজধানীর নয়া পল্টনে দলের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।
জমিরউদ্দীন বলেন, জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। জিয়াউর রহমান দেশে স্বচ্ছতা ও জবাবদিহিরা নিশ্চিত করেছিলেন।
খালেদা জিয়ার মুক্তি চেয়ে তিনি বলেন, খালেদা জিয়াকে নিয়ে সরকারের কেন এতো ভয়? তাকে ছাড়া কোনও গ্রহণযোগ্য নির্বাচন হবে না। তারেক রহমানকে মিথ্যা মামলায় নির্বাসিত করে রেখেছে। তার দেশে আসা নিয়েই যত ভয় সরকারের।
এই প্রবীণ আইনজীবী আরও বলেন, নিরপেক্ষ নির্বাচনের আয়োজনে সরকারের এতো ভয় কেন? সুদিন একদিন আসবে। বিএনপির একদিন ক্ষমতায় আসবে।