সমুদ্রের তলদেশে সাবমেরিন শনাক্ত করতে চীন লেজার স্যাটেলাইট তৈরি করছে যা শক্তিশালী লেজার ডিভাইসের মাধ্যমে ৫’শ মিটার গভীর পর্যন্ত কাজ করবে। বর্তমানে যুক্তরাষ্ট্রে পেন্টাগন এধরনের লেজার রশ্মির সাহায্যে সাগরের ২’শ মিটার পর্যন্ত কোনো সাবমেরিন রয়েছে কি না তা শনাক্ত করতে পারে। চায়না মর্নিং পোস্ট
বেইজিংএর এ উদ্যোগ গত মে মাসে শুরু হয়। দেশটির শ্যানডং প্রদেশে মেরিন সাইন্স এন্ড টেকনোলজির পাইলট ন্যাশনাল ল্যাবরেটরি এধরনের লেজার স্যাটেলাইট তৈরির কাজ করছে যাতে আরো ২০টি ইন্সটিটিউট ও বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা কাজ করছে। এধরনের স্যাটেলাইট থেকে লেজার রশ্মি সমুদ্রের গভীরে ত্রিমাত্রিক আকার ও গতিতে সাবমেরিনের অস্তিত্ব খুঁজে বের করবে।
এধরনের লেজার রশ্মি তৈরিতে মাইক্রোওয়েভ রাডার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। যা ১ কিলোমিটার অবস্থান থেকে চারপাশের ১’শ কিলোমিটার পর্যন্ত সমুদ্রের গভীরে কোনো সাবমেরিন রয়েছে কি না তা চিহ্নিত করতে পারবে।