দক্ষিণ এশিয়ার ফুটবল বিশ্বকাপ হিসেবে নাম পেয়েছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। দ্বিবার্ষিক আন্তর্জাতিক এই টুর্নামেন্টের ১২তম আসর বসেছে বাংলাদেশে। ৭ জাতির এই টুর্নামেন্টের তৃতীয় ও নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কার মোকাবেলা করছে শক্তিশালী ভারত।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় শুরু হয়েছে ম্যাচটি। ম্যাচের শুরু থেকেই বেশ আক্রমণাত্মক খেলা শুরু করেছে ভারতীয় দল। শিরোপা ধরে রাখার মিশনে বেশ উজ্জ্বীবিতভাবেই মাঠে লড়ছে অনিরুদ্ধ থাপারা।
ভারত একাদশ : বিশাল, স্বার্থক, লালিয়ানজুয়ালা, সালাম রঞ্জন, শুভাশিষ, মো. সাজিদ, অনিরুদ্ধ থাপা, জার্মানপ্রীত সিং, আশিক বুরুনিয়া, ফারুক চৌধুরী এবং সুমিত পাসি।
শ্রীলঙ্কা একাদশ: সুজান, চারিথা বান্দারা, ওয়ারাকোগা বান্দারা, যুগেন্দ্র পুসলাস, সুবাস মাদুশান, কাভিন্দু ইশান, আফিল মোহাম্মদ, মো. রিফসান, ছামীরা সাজিথ, আশিকুমার রহমান এবং নাইজার ফাসাল।