প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: থাইল্যান্ডে মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের বিষয়ে একটি আলোচনা সভা স্থগিত করে দিয়েছে দেশটির পুলিশ। সোমবার দেশটির ফরেন করেসপন্ডেন্ট ক্লাবে সাংবাদিকদের আলোচনার সময় বাধা দেয় তারা।
ভয়েস অব আমেরিকা জানিয়েছে, সভাটির প্রধান আলোচক, যুক্তরাজ্যে বসবাসরত একজন রোহিঙ্গা, সাবেক থাই কূটনীতিক ও আন্তর্জাতিক বিচার বিভাগের এক প্রতিনিধি ও একজন মানবাধিকারকর্মীর উপস্থিতিতে মিয়ানমার সেনাবাহিনীর নির্মম হত্যাকা-ের প্রতিবাদে একটি সভায় বেশ কয়েকজন পুলিশ সদস্য বাধা দেয়।
এর আগে দেশটিতে জাতিসংঘের মানবাধিকার সংস্থার এ বিশেষ দলটিকে নিযুক্ত করা হয়। এ দলটি রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদ করে। এ কারণেই দলটির এ বৈঠকে বাধা দেওয়া হয়েছে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। এর ফলে দেশটির সকল গণমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে।
উল্লেখ্য, গত আগস্ট মাসে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর হত্যাকা- সংঘটিত হয়। এসময় প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। বর্তমানে বাংলাদেশে ১০লাখেরও বেশি রোহিঙ্গা রয়েছে। ভয়েস অব আমেরিকা