মবিনুর রহমান: বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা-এর প্রধান উপদেষ্টা, সাংবাদিকদের শিক্ষক ও বাতিঘর হিসেবে পরিচিত সমকাল সম্পাদক গোলাম সারওয়ার ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সোমবার রাত ৯টা ২৫ মিনিটে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা এবং আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। গোলাম সারওয়ার-এর মৃর্ত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা। সমিতির পক্ষে সভাপতি আজিজুল ইসলাম ভুইঁয়া এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মির্জা এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা-এর নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।