সাভার পৌর এলাকায় কাভার্ডভ্যান চাপায় রাফিজা বেগম (৪৩) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক নারী শ্রমিক।
রোববার দিবাগত রাতে সাভারের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।
নিহত রাফিজা বেগম সাভার পৌর এলাকায় ভাড়া বাড়িতে থেকে হেমায়েতপুর এলাকার এজেআই পোশাক কারখানায় কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, উলাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক পার হচ্ছিলেন কয়েকজন শ্রমিক। এসময় হেমায়েতপুর থেকে সাভারগামী একটি কাভার্ডভ্যান দুই পোশাক শ্রমিককে চাপা দেয়। এতে দুই শ্রমিকই গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাফিজাকে মৃত ঘোষণা করেন।
এসআই তরিকুল ইসলাম বলেন, ‘কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হবে।’