বৃহস্পতিবার সকালে সাভার পৌর এলাকার ইমান্দিপুর এলাকা থেকে মো.রুবেলকে (৩০) গ্রেপ্তার করা হয় বলে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন জানান।
ঢাকার সাভারে বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতীকে ধর্ষণের মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে সাভার পৌর এলাকার ইমান্দিপুর এলাকা থেকে মো.রুবেলকে (৩০) গ্রেপ্তার করা হয় বলে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদ হোসেন জানান।
রুবেল ওই এলাকার মো.হাবিবুল্লাহর ছেলে।
পরিদর্শক সাজ্জাদ বলেন, বিরুলিয়ার মৈস্তাপাড়া এলাকার ওই মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক দফায় ধর্ষণ করেন রুবেল। পরে রুবেল বিয়ে করতে অস্বীকৃতি জানালে জানালে মেয়েটি তার বাম হাত কেটে আত্মহত্যার চেষ্টা করে।
পরে ব্যাপারটি জানাজানি হলে মেয়েটি তার পরিবারের লোকজনের সহায়তায় রুবেলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে বলে পরিদর্শক সাজ্জাদ জানান।
– বিডিনিউজ