গণমাধ্যম ডেস্ক : রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে আগুন লেগে মালাপত্র ও বেশ কিছু শিক্ষাসনদ পুড়ে গেছে।শনিবার সকালে ক্যাডেট ব্যারাকের নিচতলায় এ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে তা নিয়ন্ত্রণে আনে বলে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ৬৫ ক্যাডেটের শিক্ষাসনদসহ বেশকিছু কাগজপত্র পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা ফরহাদ বলেন, শনিবার সকালে একাডেমির ক্যাডেট ব্যারাকের নিচতলার একটি কক্ষে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন ধরে। খবর পেয়ে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ওই কক্ষের কিছু কাগজপত্রসহ মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।
এদিকে আগুনের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার শরীফ উদ্দীনকে প্রধান করে গঠিত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির সদস্য সচিব ও পুলিশ একাডেমির সহকারী সুপার প্রদীপ কুমার দাস বলেন, কমিটি ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডের কারণ ও কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্ত করে দেখা হবে।
“ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকার ওপরে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এছাড়াও ৬৫ ক্যাডেটের শিক্ষাসনদসহ বেশকিছু কাগজপত্র পুড়ে গেছে বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।”
– বিডি নিউজ