দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় পুনরায় সিআইপি মর্যাদা পেলেন লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর এবং ভাইস-চেয়ারম্যান মিসেস সুলতানা জাহান। সোমবার রাজধানীর হোটেল র্যাডিসনে এক অনুষ্ঠানে তাদের হাতে ২০১৫ সালের সিআইপি কার্ড তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
লাবিব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর ২০০৯ সাল থেকে এবং মিসেস সুলতানা জাহান ২০১১ সাল থেকে এই সম্মানা অর্জন করে আসছেন। অনুষ্ঠান থেকে জানানো হয়, এ বছর ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৭৮ ব্যব্সায়ীকে সিআইপি সম্মানে ভূষিত করেছে সরকার।