বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ষষ্ঠ আসরের সিলেট পর্ব চলছে। সিলেট পর্বের দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়িয়েছে। দিনের দ্বিতীয় ম্যাচে রংপুরের বিরুদ্ধে মাঠে নেমেছে স্বাগতিক সিলেট। এই ম্যাচে টস জিতে স্বাগতিক সিলেটকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ঘরের মাঠে প্রথম ম্যাচে কুমিল্লার কাছে লজ্জাজনকভাবে হেরেছিল।
ঘুরে দাড়ানোর আশা নিয়ে মাঠে নেমেছে ওয়ার্নার বাহিনী। কেননা এর আগের ম্যাচেই ৬৮ রানে অলআউট হওয়ার লজ্জায় ডুবে আট উইকেটের বড় ব্যবধানে হেরেছিল। আজ মাশরাফি বাহিনীর বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চাইবে ওয়াকার ইউনুসের দল।
অন্যদিকে মাশরাফি বিন মর্তুজার দলও জিততে চােইবে। কেননা শিরোপা ধরে রাখার মিশনে নেমে পাঁচ ম্যাচে মাত্র দুটি জয় নিয়ে পয়েন্ট টেবিলের নীচের দিকে অবস্থান করছে। শিরোপা ধরে রাখতে চাইলে অবশ্যই সেরা চারে উঠে আসতে হবে রাইডার্সদের।
সিলেট একাদশ : ডেভিড ওয়ার্নার, আফিফ হোসেন, লিটন দাস, জাকির আলী, নিকোলাস পুরান, সাব্বির রহমান, অলেঅক কাপালী, সোহেল তানভীর, স্বন্দীপ লামিচানে, তাসকিন আহমেদ, মেহেদি হাসান রানা।
রংপুর একাদশ : ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, মেহেদি মারুফ, মোহাম্মদ মিথুন, রাইলি রুশো, মাশরাফি মর্তুজা, নাহিদুল ইসলাম, বিনি হাওয়েল, ফরহাদ রেজা, সোহাগ গাজী, শফিউল ইসলাম।