সিলেট ওসমানী বিমানবন্দর থেকে কাস্টমস গোয়েন্দারা অভিযান চালিয়ে বিমানের সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫২টি স্বর্ণের বার উদ্ধার করেছেন। উদ্ধার করা স্বর্ণের ওজন ৬ কেজি ৩২ গ্রাম।
শনিবার (১৫ ডিসেম্বর) সকালে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়।
ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজুর রহমান বলেন, বিমানবন্দরের কাস্টমসের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫২টি স্বর্ণের বার জব্দ করেছে। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা।
তিনি আরও জানান, শনিবার সকালে দুবাই থেকে আসা ঢাকাগামী বিজি-২৪৮ ফ্লাইটের একটি সিটের নিচে থাকা ব্যাগ থেকে স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। এ ঘটনায় তিন যাত্রীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। সূএ: বাংলা ট্রিবিউন