গত এপ্রিলে বেসরকারি ব্যাংক মালিকদের ঋণের সুদএক অঙ্কে নামিয়ে আনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ব্যাংক মালিকরা ঋণের সুদ ৯ শতাংশে নামিয়ে আনার ঘোষণা দেন। কিন্তু সরকারের কাছ থেকে সুবিধা নিলেও তারা কথা রাখেননি। এখনো বেশীরভাগ ব্যাংকের সুদের হার এক অংকে নামেনি। আর যে কটা ব্যাংক দিচ্ছে, তারাও কৃষিঋণসহ মাত্র কয়েকটি খাতে ৯ শতাংশ সুদে ঋণ দিচ্ছে।
সরকার থেকে বিভিন্ন সুবিধা আদায়ের পরও ঋণের সুদ হার এক অঙ্কে নামিয়ে আনেনি বেশিরভাগ বেসরকারি ব্যাংক। এছাড়া প্রভাব খাটিয়ে বড় উদ্যোক্তারা ৯ শতাংশ সুদে ঋণ পেলেও ছোট উদ্যোক্তারা পাচ্ছেন না। বিনিয়োগ বাড়াতে দ্রুত এ সিদ্ধান্ত কার্যকরের দাবি ব্যবসায়ীদের। তবে, ব্যাংক নির্বাহীরা বলছেন, খেলাপি ঋণ বেশি থাকায় সুদের হার কমানো কঠিন হচ্ছে।
ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাশেম খান বলেন, সুদের হার যত কম হবে কস্ট অব প্রোডাকশন তত কম হবে।
ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, ঘোষণা অনুযায়ী ঋণের সুদের হার ৯ ভাগ বাস্তবায়নে কাজ চলছে। তবে এখনই সব গ্রাহককে এই হারে ঋণ দেয়া সম্ভব নয়।
এবিবি এর চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান বলেন, আমরা ব্যাংকাররা চাই সুদের হার কমে আসুক।
বিশ্লেষকরা বলছেন, ব্যাংকগুলো নির্দেশনা মেনে চলছে কিনা, তা নিয়মিত মনিটরিং করতে হবে বাংলাদেশ ব্যাংককে।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, ঋণ দেয়া কিছুটা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে বেশি সময় দিতে চান তারা। ফলে এক মাসের ব্যবধানে ঋণ বিতরণ কমেছে ৬ হাজার কোটি টাকার বেশি। সূত্র: ইনডিপেনডেন্ট টেলিভিশন