দীর্ঘদিন পর হঠাৎ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজির হলেন নিজ পারিবারিক বাসভবন সুধাসদনে। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। এ সময় আওয়ামী লীগ সভাপতির সঙ্গে দলীয় নেতাদের কেউ ছিলেন না।
শুক্রবার (৫ অক্টোবর) বিকেলে তিনি ধানমন্ডির ৫ নম্বর সড়কে পারিবারিক বাসভবন সুধাসদনে যান। পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে প্রায় প্রায় দুই ঘণ্টা সেখানে সময় কাটান।
সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায় শেষে তিনি সুধাসদন থেকে গণভবনে ফিরে যান।
উল্লেখ্য, ‘সুধাসদন’ বাড়িটির নাম প্রধানমন্ত্রীর প্রয়াত স্বামী প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ওরফে সুধা মিয়ার নামে রাখা।