সৌদি আরবের স্থিরতাই হল আরব বিশ্বের সফলতার ভিত্তি। তাই বেইজিং রিয়াদের সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনকে সমর্থন করে। শুক্রবার আর্জেন্টিনায় শিল্পোন্নত দেশগুলোর বৃহত্তম ব্যবসায়ীক জোট জি-২০ সম্মেলনের এক ফাঁকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাতে এমন মন্তব্য করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। রয়টার্স
যুবরাজকে শি বলেন, ’জ্বালানি খাতে রিয়াদের সাথে বেইজিংয়ের ঘনিষ্টতম সম্পর্ক রয়েছে। চীন বরাবরই সৌদির সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টিকে অত্যান্ত গুরুত্বের সাথে বিবেচনা করে আসছে। তাই বেইজিংয়ের সাথে যৌথ স্বার্থযুক্ত ইস্যুগুলোতে সমর্থন আরো জোরদার করা হবে।’
সৌদি ২০১২ সালের পর প্রথমবারের মত তাদের জ্বালানির মার্কেটের পরিধি চীন পর্যন্ত বাড়ানোর আগ্রহ দেখিয়েছে। চীন রুশ জ্বালানির অন্যতম প্রধান ক্রেতা তাই তাদের তেল শোধন কোম্পানিগুলোর জন্যই এই সুবিধা দিতে চায় বলে রিয়াদ জানিয়েছিল। যদিও চীন এখনো রুশ অপরিশোধিত তেলের বড় ক্রেতা এবং সৌদির প্রতিদ্বন্দ্বী ইরানসহ অন্যান্য দেশের সাথেও ভাল সম্পর্ক বজায় রেখেছে।