গণমাধ্যম ড্কে: বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তাই উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টায় সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মনির হোসেন জানান, বেশ কয়েকদিন ধরে জ্বরে ভুগছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু জ্বর কমার কোনো লক্ষণ নেই।
তিনি আরো জানান, এমন অবস্থায় ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে স্বরাষ্ট্রমন্ত্রীকে রাতেই সিঙ্গাপুর নেয়া হচ্ছে।