স্মার্টফোনে আমাদের এখন নিত্যসঙ্গী। দূরবর্তী মানুষের সঙ্গে যোগাযোগ করার জন্যই তৈরি হয়েছিল স্মার্টফোন। স্মার্টফোন ছাড়া এক মুহূর্ত থাকতে না পারা মানুষের সংখ্যা হু হু করে বেড়েই চলেছে প্রতিনিয়ত।মা-বাবারাও সারাদিন বুঁদ হয়ে থাকেন স্মার্টফোনে। আর এর বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ দেখিয়েছে শিশুরা। ঠিক এমনই এক অবাক করা মিছিল দেখা গেল জার্মানির হামবুর্গে।- খবর জিনিউজ
বাবা-মায়েরা তাদের সন্তানদের পেছনে সময় ব্যয় না করে স্মার্টফোনেই মুখ গুঁজে থাকেন সারাক্ষণ। এর প্রতিবাদে সম্প্রতি হামবুর্গের রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে শিশুরা। এসময় তারা স্লোগান তোলে, ’আমরা পথে, কারণ আমাদের বাবা-মায়ের চোখ মোবাইল ফোনের স্ক্রিনে।’
এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে সাত বছর বয়সী এক বালক। নাম ইলিম। এ বিষয়ে সে বলে, ‘আশা করি এই বিক্ষোভের পর মা-বাবার মোবাইল ফোন ব্যবহার কমবে।’
বিশেষজ্ঞদের মতে, বাবা-মায়ের মধ্যে স্মার্টফোন আসক্তির ফলে সন্তানদের প্রতি তাদের আচরণেও পরিবর্তন হচ্ছে। আর তারা বাবা-মায়ের আদর না পেয়ে শিশুদের মধ্যে চঞ্চলতা, হতাশা দেখা যাচ্ছে।