কড়া নিরাপত্তা আর নানা জল্পনা কল্পনার মধ্যদিয়ে গত ১৪ ও ১৫ নভেম্বর ইতালির লেক কেমোতে ডেস্টিনেশন ওয়েডিং সেরেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাডুকোন। বিয়ের পর আবার আলাদা ভাবে তিন বার রিসেপশনেরও আয়োজন করেছেন তার। তবে এবার পালা হানিমুনের!
গত রবিবার মুম্বাই এয়ারপোর্টে দেখা মেলে এই নবদম্পতির। ভারতীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়, নববর্ষ উদযাপন ও হানিমুনের উদ্দেশ্যেই উড়াল দিয়েছেন তারা। তবে তারা কোথায় গিয়েছেন তা এখনো জানা যায়নি।
এয়ারপোর্টে তাদের দুজনকেই দেখা যায় কালো রংয়ের পোশাকে। যেটিতে খুবই অসাধারণ দেখাচ্ছিল দুজনকেই। শীতের উষ্ণতামাখা এমন কালো পোশাকে যেন চোখ ফেরানো যাচ্ছিল না বলিউডের এই ‘ট্রেন্ডিং কাপলে’র দিক থেকে। চ্যানেল আই