জাপানের ‘হোন্ডা মটর কোম্পানি লিমিটেড’-এর সঙ্গে যৌথ উদ্যোগে গড়ে ওঠা ‘বাংলাদেশ হোন্ডা (প্রাইভেট) লিমিটেড’-এর ৩০ শতাংশ শেয়ার ক্রয়ে ‘বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন’ (বিএসইসি)-কে প্রায় ৯০ কোটি টাকা ঋণ দিয়েছে সরকার। অতি সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এই অর্থ ছাড় করেছে। পাঁচ শতাংশ হার সুদে ৫ বছরের গ্রেস পিরিয়ড সুবিধায় ২০ বছরে বিএসইসি এই ঋণ পরিশোধ করবে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ঋণ হিসেবে বিএসইসি’র অনুকূলে গত ১১ সেপ্টেম্বর ৮৯ কোটি ৬৭ লাখ টাকা ছাড় করা হয়েছে।
জানা যায়, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিএসইসি’র ‘বাংলাদেশ হোন্ডা (প্রাইভেট) লিমিটেড’-এ জাপানের ‘হোন্ডা মটর কোম্পানি লিমিটেড’-এর শেয়ার হচ্ছে ৭০ শতাংশ। জাপানি এই প্রতিষ্ঠানটি ১৯৫৬ সাল থেকে মোটর সাইকেল তৈরি করে আসছে। কোম্পানিটি মূলত: অটোমোবাইল, মোটরসাইকেল ও বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্ততকারী হিসাবে পরিচিত। বাংলাদেশে গত ২০১২ সালের ডিসেম্বরে যৌথ উদ্যোগে এ কোম্পানিটি কার্যক্রম শুরু করে এবং ২০১৩ সালের শেষ দিকে এটি বাণিজ্যিক উৎপাদন শুরু করে। প্রথমে এর কারখানা ছিল গাজীপুরের শ্রীপুরে। বর্তমানে এটি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ২৫ একর জমির ওপর গড়ে ওঠা ‘আবদুল মোনেম ইকোনমিক জোন’-এ স্থানান্তর করা হয়েছে। আগামী ২০২৫ সাল নাগাদ বছরে ১০ লাখ ইউনিট মোটর সাইকেল উৎপাদনের পরিকল্পনা নিয়ে এই কারখানা স্থাপন করা হয়েছে। যাতে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও মোটর সাইকেল রফতানি করা যায়।