আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৮ সালে বাংলাদেশের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার দলনায়ক সাকিব আল হাসান। ফলে অঘোষিত ফাইনালে শুরুতে ব্যাটিংয়ে নামছে ক্যারিবীয়রা। ১-১ সমতায় থাকা শেষ ম্যাচটি রুপ নিয়েছে অঘোষিত ফাইনালে।
সিরিজ নিষ্পত্তির ম্যাচে ক্রিজে নেমেই ঝড় তুলেছেন দুই ওপেনার এভিন লুইস ও শাই হোপ। লুইস মাত্র ১৮ বলে ফিফটি তুলে নেন। এর আগে হোপকে ২৩ রানেই ফেরান সাকিব আল হাসান। এরপরে অবশ্য কিছু করার আগেই ২ রানে পলকে ফেরান মোস্তাফিজ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৮ রান। এভিন লুইস ৬২ ও রোভম্যান পাওয়েল ০ রানে ক্রিজে আছেন।
সিরিজ নিষ্পত্তির ম্যাচে একটি পরিবর্তন এনেছে সফরকারীরা। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ প্রথম দুই ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে। ড্যারেন ব্রাভোর পরিবর্তে উইন্ডিজ দলে খেলবেন শার্ফেন রাদারফোর্ড। আজকের ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে রাদারফোর্ডের।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দীন, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ ও আবু হায়দার রনি।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, শিমরন হেটমেয়ার, শার্ফেন রাদারফোর্ড, কার্লোস ব্র্যাথওয়েট, বোভম্যান পাওয়েল, ফ্যাবিয়ন অ্যালেন, কেমো পল, শেলডন কোট্রেল ্র ওশানে থমাস।
সরাসরি দেখুন এখানে……