২১ আগস্ট গ্রেনেড হামলার বিষয়ে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। এতে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে সরকার প্রধান, তার দলের সাধারণ সম্পাদকসহ মন্ত্রী বর্গ তাদের বক্তব্যে একটি বিষয়ে প্রকাশ হচ্ছে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জড়িত। দলটি বলছে, যদিও এই মামলায় তৎকালিন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জড়িত হওয়ার কোনো আইনগত বিষয় নেই। কারণ এই মামলা তার নাম নেই।
মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুব হোসেন, সানাউল্লাহ মিয়া প্রমুখ।