প্রতিষ্ঠাবার্ষিকীতে নয়াপল্টনে জনসভা করতে কয়েকটি শর্তে পুলিশের লিখিত অনুমতি পেয়েছে বিএনপি।
শুক্রবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, “কিছু শর্তসাপেক্ষে বিএনপি জনসভা করার অনুমতি পেয়েছে।”
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও বিষয়টি নিশ্চিত করেছেন।
“বিকালে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয় থেকে কিছু শর্ত সাক্ষেপে অনুমতিপত্র আমাদের কাছে পৌঁছছে। আমরা চিঠি গ্রহণ করেছি। শনিবার বেলা ২টায় জনসভা শুরু হবে। আমরা সব প্রস্তুতি গ্রহণ করেছি।”
বিএনপি নেতারা জানিয়েছেন, ২৩ শর্তে পুলিশ জনসভা করার অনুমতি দিয়েছে।
শর্তের মধ্যে আছে- জনসভা শুরুর নির্ধারিত সময়ের আগে নেতাকর্মীদের সমবেত না হওয়া, বিকাল সাড়ে ৫টার মধ্যে জনসভা শেষ করা, জনসভাস্থলে লাঠি-সোটা নিয়ে না আসা, জনসভার জন্য নির্ধারিত সীমানার বাইরে নেতাকর্মীদের সমবেত না হওয়া ইত্যাদি।
প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় জনসভা করার অনুমতি চেয়ে গত ২৫ অগাস্ট মহানগর পুলিশ কমিশনারকে চিঠি দেয় বিএনপি।
জনসভা আয়োজনের বিষয়ে আলোচনা করতে গত বুধবার আবুল খায়ের ভুঁইয়া, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও আবদুস সালাম আজাদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল ঢাকার পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেন।
পরে এক ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী জনসভা করতে পুলিশ কমিশনারের কাছ থেকে মৌখিক অনুমতি পাওয়ার কথা বলেছিলেন।
দলের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি দুইদিনের কর্মসূচি হাতে নিয়েছে।
গত মঙ্গলবার নয়াপল্টনের কার্যালয়ে দলের অঙ্গসংগঠনের যৌথসভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চূড়ান্ত করা হয়।
প্রথমদিনের অন্য কর্মসূচি হচ্ছে ভোরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন এবং দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন।
পরদিন বিকাল ৩টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে রাখা হয়েছে আলোচনা সভা ।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে পোস্টার প্রকাশ করা হবে।