গণমাধ্যম ডেস্ক: যুক্তরাষ্টের লস এঞ্জলসে নিলামের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি প্রমান সাইজের নগ্ন মূর্তি ২৮ হাজার ডলারে বিক্রি হয়েছে। মূর্তিটি লাস ভেগাসের ‘হন্টেড মিউজিয়ামে’ প্রদর্শিত হবে।
জাগ বেগান নামের এক টেলিভিশন ব্যক্তিত্ব ও অতি-প্রাকৃত ঘটনার তদন্তকারী লস এঞ্জলসের দ্বিবার্ষিক নিলাম অনুষ্ঠান থেকে মূর্তিটি ক্রয় করেন।
কাদামাটি ও সিলিকন পদার্থের দ্বারা তৈরী মূর্তিটি ট্রাম্পের নগ্ন মূর্তি সিরিজের পাঁচটি মূর্তির একটি। ২০১৬ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতায় ট্রাম্পের অভাবনীয় ঘোষণার পরপরই নগ্ন মূর্তিগুলো তৈরী করে জনসম্মুখে আনা হয়।
লস এঞ্জেলেস, সান ফ্রান্সিস্কো, নিউ ইয়র্ক, সিয়াটল এবং ক্লিভল্যান্ডে মূর্তিগুলো প্রদর্শিত হয় যা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ব্যাপক আলোচিত হয়। এই সিরিজের অন্য চারটি মূর্তিই ভাঙচুর করে নষ্ট করা হয়। মনে করা হচ্ছে নিলামে বিক্রিত মূর্তিটিই সর্বশেষ ও অবিকৃত। ইয়ন নিউজ