সাংবাদিক ও কলামিস্ট প্রভাষ আমিন বলেছেন, পাকিস্তানিরা সব সময় বাঙালিদের তুচ্ছ-তাচ্ছিল্য করত, বলত ভূখা-নাঙ্গা। একাত্তরে লজ্জাজনক আত্মসমর্পণের পরও পাকিস্তানের ধারণা ছিল বাংলাদেশ টিকবে না, ভারতের সঙ্গে মিশে যাবে ইত্যাদি। কিন্তু শকুনের দোয়ায় গরু মরে না। বরং হয়েছে উল্টো। বাংলাদেশ ক্রমাগত এগিয়েছে। আর পাকিস্তান ক্রমাগত পিছিয়েছে।
রোববার একটি অনলাইন নিউজ পোর্টালে একথা লিখেছন।
প্রভাষ আমিন লিখেছেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল আর পাকিস্তান প্রায় ব্যর্থ রাষ্ট্র। যারা ২৩ বছর ধরে নির্যাতন, শোষণ আর বঞ্চনায় আমাদের দাবিয়ে রাখতে চেয়েছিল, তারা এখন বাংলাদেশের মতো হতে চায়, তবে তারাও জানে এটা এখন আর সম্ভব নয়। বাংলাদেশ ভারতের অংশ তো হয়ইনি, বরং কোনো কোনো সূচকে বাংলাদেশ ভারত থেকেও এগিয়ে।
‘৪৭ বছর পরও বাংলাদেশে দুই ধরনের আটকেপড়া পাকিস্তানি দেখা যায়। শারীরিকভাবে আটকেপড়া পাকিস্তানিরা বিভিন্ন ক্যাম্পে থাকে। আর মানসিকভাবে আটকেপড়া পাকিস্তানিরা ছড়িয়ে-ছিটিয়ে আছে দেশজুড়ে। পাকিস্তানে কিছু হলেই তাদের আহা উহুর জ্বালায় টেকা দায়। ইমরান খান যদি এই দুই ধরনের আটকেপড়া পাকিস্তানিদের ফিরিয়ে নিতেন, তাহলে আমরা একটু স্বস্তি পেতাম, বাংলাদেশের উন্নয়ন আরো বেগবান হতো।’