সাভারের আশুলিয়ায় একটি প্রাইভেটকার থামিয়ে গুলির করার পর তিন হিজড়াসহ চারজন আহত হয়েছেন।
আহত হিজড়া শিখা, আব্দুল্লাহ ওরফে রাশিদা, এলাইচ ও প্রাইভেট কারের চালক চালক নুরনবীকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক জাবেদ বলেন, আশুলিয়ার জামগড়া থেকে তিনজন হিজরা একটি একটি প্রাইভেটকার ভাড়া করে ঢাকার উত্তরায় যাচ্ছিলেন। পথে অপর একটি প্রাইভেট কার তাদের গতিরোধ করে।
“এক পর্যায়ে দুই যুবক ওই প্রাইভেট কার থেকে নেমে হিজরাদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে উত্তরার আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায়।”
আহত রাশিদা বলেন, “দুই লোক একটি ব্যাগের ভিতর থেকে পিস্তল বের করে গুলি করেছে।”
এদিকে ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে পরিদর্শক জাবেদ জানান।
এ বিষয়ে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) এ এফএম সায়েদ বলেন, কি কারণে গুলি করা হয়েছে তা এখনও জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
– বিডিনিউজ