আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। এ উপলক্ষ্যে আগাম শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদির জন্মদিনের শুভেচ্ছা জানান শেখ হাসিনা। শেখ হাসিনা মঙ্গলবার বক্তৃতার সময় বলেন, আপনার জন্মদিনে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।
মঙ্গলবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা একে অপরকে এই শুভেচ্ছা জানান। বাংলাদেশ প্রান্তে প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিনটি নির্মাণ প্রকল্পের উদ্বোধন করতে আট দিনের মধ্যে গতকাল আবারও এই ভিডিও কনফারেন্সে যুক্ত হলেন দুই দেশের প্রধানমন্ত্রী। এর আগে গত ১০ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সে কথা বলেছিলেন তারা।
ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইন নির্মাণ প্রকল্প, বাংলাদেশ রেলওয়ে ঢাকা-টঙ্গী সেকশনে তৃতীয় ও চতুর্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশন ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্পের উদ্বোধন উপলক্ষে এই ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয়।